বিশ্বের সবচেয়ে ব্যবহৃত মুদ্রা মার্কিন ডলারের মান তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে এই পতন ঘটেছে বলে জানিয়েছে সাময়িকী ফোর্বস।
শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ভোর ৫টার দিকে ডলারের মান কমে দাঁড়ায় ৯৯.০১-এ, যা গত এক বছরে প্রায় ৮ শতাংশ পতন নির্দেশ করে।
মার্কিন ডলারের মান পরিমাপের সূচক ডিএক্সওয়াই (DXY)-এর তথ্য মতে, এটি সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে বড় পতন।
ফোর্বস জানায়, গত বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের বেশ কয়েকটি দেশের ওপর নজিরবিহীন আমদানি শুল্ক আরোপ করেন। এর পরপরই বৈশ্বিক আর্থিক বাজারে অস্থিরতা দেখা দেয়। ইউরোপ, এশিয়া এবং আমেরিকার শেয়ারবাজারে শুরু হয় ব্যাপক ধস। তবে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, চীন ব্যতীত অন্যান্য দেশের ওপর আরোপিত শুল্ক তিন মাসের জন্য স্থগিত থাকবে।
বৈশ্বিক মুদ্রা বাজারে এক দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রার বিপরীতে লেনদেন হয়, যা 'এক্সচেঞ্জ রেট' নামে পরিচিত। অধিকাংশ মুদ্রার মান চাহিদা ও সরবরাহের ভিত্তিতে ওঠানামা করে। তবে কিছু মুদ্রা নির্দিষ্ট মানে স্থির থাকে। এক সময় অস্ট্রেলিয়ান ডলার নির্দিষ্ট হারে মার্কিন ডলারের সঙ্গে যুক্ত ছিল, যা ১৯৯৮ সালে বাতিল করা হয়।
মুদ্রার শক্তি নির্ভর করে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক চাহিদা ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর। বর্তমান পরিস্থিতিতে মার্কিন শুল্কনীতি বৈশ্বিক আর্থিক পরিবেশে অনিশ্চয়তা তৈরি করছে।
এসআর
মন্তব্য করুন: