[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

'মার্চ ফর গাজা’ কর্মসূচি ১ সপ্তাহ পেছানোর অনুরোধ প্রধান উপদেষ্টার সহকারীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৫ ১১:৪৬ এএম

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঘোষিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি এক সপ্তাহ পেছানোর অনুরোধ জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বুধবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অনুরোধ জানান।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’। এই আয়োজনে ৫০টিরও বেশি দেশের প্রায় ৬০০ সরাসরি বিদেশি বিনিয়োগকারী অংশ নিচ্ছেন।”

তিনি জানান, ৯ ও ১০ এপ্রিল সামিটের মূল অধিবেশন এবং ১১ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা বিভিন্ন কোম্পানি, ইপিজেড, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক এবং স্টার্ট-আপ পরিদর্শন করবেন।

এই প্রেক্ষাপটে ১২ এপ্রিল ঘোষিত ‘মার্চ ফর গাজা’ আয়োজন সম্পর্কে তিনি বলেন, “ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফিলিস্তিন ইস্যু আমাদের জাতীয় হৃদয়ে এক সংবেদনশীল স্থান দখল করে আছে। আমার ধারণা, এই মিছিলে লক্ষাধিক মানুষের অংশগ্রহণ হবে। আমরা এর মহৎ উদ্দেশ্যকে সম্মান করি।”

তবে সামিটের সঙ্গে কর্মসূচির সময়সূচি সাংঘর্ষিক হওয়ায় কিছু বিষয় বিবেচনায় আনার অনুরোধ করেন তিনি। “আমাদের প্রতিবাদের মূল শ্রোতা আন্তর্জাতিক সম্প্রদায়—বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতি নয়। বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও পরিদর্শন কার্যক্রম নির্বিঘ্ন রাখার স্বার্থে মার্চ ফর গাজা কর্মসূচি এক সপ্তাহ পিছিয়ে ১৯ এপ্রিল বা অন্য কোনো তারিখে করা যায় কি না, সে বিষয়ে আয়োজকদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যেমন জরুরি, তেমনি দেশে ব্যবসাবান্ধব পরিবেশ এবং স্টার্ট-আপ ইকোসিস্টেম গড়েও গুরুত্ব দিতে হবে।”

উল্লেখ্য, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিটি দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত হচ্ছে। আয়োজকরা এখনো এই অনুরোধের বিষয়ে কোনো মন্তব্য জানায়নি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর