গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান ও গোলাবর্ষণে একদিনে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সোমবার (৭ এপ্রিল) আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।
প্রতিনিয়ত বোমাবর্ষণের মধ্যে নিহতের সংখ্যা বেড়ে বর্তমানে প্রায় ৫০ হাজার ৭০০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
আল জাজিরা জানায়, গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ এলাকার পাঁচটি অঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর সেখানে ব্যাপক বোমাবর্ষণ চালানো হয়। এতে একজন সাংবাদিকসহ বেশ কয়েকজন নিহত হন।
রোববার গাজা জুড়ে চালানো আগের এক হামলায়ও ৫০ জনের বেশি প্রাণ হারিয়েছিলেন বলে জানা গেছে।
পৃথকভাবে আনাদোলু এজেন্সি জানিয়েছে, গাজার আল-নাখিল স্ট্রিট এলাকায় কামানের গোলায় আট শিশুসহ ১০ জন নিহত হন। দেইর আল-বালাহে বিমান হামলায় নিহত হন আরও ৫ জন।
শুজাইয়া, জেইতুন, ও জাবালিয়ায় চালানো হামলায় অন্তত আরও ৯ জন নিহত হয়েছেন।
এছাড়া জাওয়াইদা এলাকায় একটি বাস্তুচ্যুত শিবিরে ড্রোন হামলায় আরও একজনের মৃত্যু হয়। খান ইউনিস শহরের বিভিন্ন এলাকায় চালানো একাধিক হামলায় প্রাণ হারিয়েছেন আরও ১০ জনের বেশি।
খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি আশ্রয়কেন্দ্রে গুলিতে এক শিশু নিহত হয়, আহত হয় আরও কয়েকজন।
সাম্প্রতিক হামলাগুলো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্তব্যের পরপরই জোরদার হয়, যেখানে তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা বাস্তবায়নে আগ্রাসী পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন।
এসআর
মন্তব্য করুন: