[email protected] মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
২১ শ্রাবণ ১৪৩২

পাচারকৃত অর্থ ফেরাতে বিশেষ আইন প্রণয়ন করা হচ্ছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৫ ৪:০৪ পিএম

ফাইল ছবি

পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফেরানোর লক্ষ্যে খুব শিগগিরই একটি বিশেষ আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, আগামী সপ্তাহের মধ্যেই এ আইন চূড়ান্ত হতে পারে।

সোমবার (১০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব জানান, পাচারকৃত অর্থ ফেরানোর বিষয়ে শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকার সক্রিয় ছিল।

তিনি বলেন, "প্রফেসর ইউনূস শুরু থেকেই বলে আসছেন যে এটি বাংলাদেশের মানুষের টাকা। এটি আমাদের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে গত সেপ্টেম্বর মাসে ১১ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়, যার নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।"

শফিকুল আলম আরও জানান, পাচারকৃত অর্থ ফেরানোর অগ্রগতি পর্যালোচনার জন্য আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রধান উপদেষ্টা নিজেই সভাপতিত্ব করেছেন। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তিনি বলেন, সরকার ও টাস্কফোর্স বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক ল ফার্মের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এই আইন প্রণয়ন হলে পাচারকৃত অর্থ ফেরাতে ল ফার্মগুলোর সঙ্গে চুক্তি করা সহজ হবে। ইতোমধ্যে প্রায় ২০০টি ল ফার্মের সঙ্গে আলোচনা হয়েছে, তবে চূড়ান্তভাবে প্রায় ৩০টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা রয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, পাচার হওয়া অর্থ বাংলাদেশের এবং যত দ্রুত সম্ভব তা দেশে ফিরিয়ে আনা হবে। এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রতি মাসে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ঈদের পর এ বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে।

এদিকে, এনবিআর চেয়ারম্যান বৈঠকে উল্লেখ করেন, অনেক শিক্ষার্থী বিদেশে পড়াশোনার নামে বিপুল পরিমাণ অর্থ পাঠাচ্ছে, যা মানি লন্ডারিংয়ের অংশ হতে পারে।

একাধিক ক্ষেত্রে দেখা গেছে, টিউশন ফি বাবদ ৪০০-৫০০ কোটি টাকা পাঠানো হয়েছে, যার যথাযথ নজরদারি প্রয়োজন।

ব্রিফিংয়ে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর