[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা, মুখে কুলুপ জয়শঙ্করের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৫ ৩:৫৮ পিএম
আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ৪:০১ পিএম

ফাইল  ছবি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এই বৈঠকে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের ভিসা নীতি এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

গত ২০ জানুয়ারি, ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে গিয়েছিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়।

নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জয়শঙ্কর লেখেন, "আমরা আমাদের দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক একবারে ঝালিয়ে নিয়েছি।" নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে ভারত-মার্কিন সম্পর্কের একজন দৃঢ় প্রবক্তা হিসেবেও উল্লেখ করেছেন তিনি। এ ছাড়াও, আঞ্চলিক এবং বৈশ্বিক নানা বিষয়ে মত বিনিময় হয়েছে বলে জানান জয়শঙ্কর।

ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ।

বৈঠকের পর ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর স্বীকার করেন যে, বাংলাদেশ ইস্যু নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে, তিনি বলেন, "এ বিষয়ে বিস্তারিত কিছু বলা উচিত হবে না।"

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর