[email protected] বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

নাইজেরিয়ায় ট্যাংকার বিস্ফোরণে নিহত ৮৬, আহত ৫৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫ ১১:০৫ এএম

ফাইল  ছবি

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারের সুলেজা এলাকায় একটি ট্যাংকার ট্রাকে গ্যাসোলিন স্থানান্তরের সময় বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৮৬ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন।

রবিবারের এই মর্মান্তিক ঘটনায় হতাহতদের মধ্যে ট্রাকের কর্মী, তেল স্থানান্তরকারী কর্মী এবং পথচারীরা রয়েছেন, জানান স্থানীয় কর্তৃপক্ষ।

এটি ঘটে যখন একটি ট্যাংকার ট্রাক থেকে অন্য একটি ট্রাকে গ্যাসোলিন স্থানান্তরের কাজ চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাসোলিন স্থানান্তরের সময় ঘটনাস্থলে ভিড় ছিল, এবং বিস্ফোরণের ফলে বহু মানুষ পুড়ে মারা গেছে। জরুরি পরিস্থিতি মোকাবিলা বিভাগের কর্মকর্তা হুসাইনি ইশা এ ব্যাপারে জানান, ‘‘এই ধরনের ঘটনায় নিহতদের সংখ্যা নির্ধারণ করা খুবই কঠিন, তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে ৮৬ জন নিহত হয়েছেন।’’ তিনি আরও জানান, আহতদের তিনটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এ ঘটনায় নিহতদের মধ্যে অনেকেই জ্বালানি চুরির উদ্দেশ্যে ঘটনাস্থলে জমায়েত হয়েছিল বলে জানা গেছে। চলতি বছরের মে মাসে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু জ্বালানি তেলের ওপর থেকে ভর্তুকি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন, যার পরিপ্রেক্ষিতে জ্বালানির দাম ৪০০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। এর ফলে দেশে জ্বালানি চুরির ঘটনা বেড়েছে।

এটি ছিল নাইজেরিয়ায় এমন ধরনের আরেকটি বড় বিস্ফোরণ। গত অক্টোবর মাসে নাইজেরিয়ার জিগাওয়া রাজ্যে এক ট্যাংকার বিস্ফোরণে ১৪৭ জন নিহত হয়েছিল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর