[email protected] শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

কুম্ভমেলা থেকে ভারত সরকারের আয় হতে পারে দুই লাখ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫ ১:৫৮ পিএম

ফাইল  ছবি

ভারতের উত্তরপ্রদেশে শুরু হয়েছে ৪৪ দিনব্যাপী কুম্ভমেলা।

মেলার প্রথম দিনেই ৫০ লাখের বেশি পুণ্যার্থী উপস্থিত হয়েছেন, এমন তথ্য জানিয়েছে প্রশাসন।

এবারের কুম্ভমেলা উপলক্ষে উত্তরপ্রদেশ সরকারের আয় নিয়ে বিভিন্ন অনুমান চলছে। সংশ্লিষ্টদের মতে, মহাকুম্ভের ৪৪ দিনে রাজ্য সরকারের কোষাগারে কোটি কোটি টাকা আসবে। কুম্ভমেলা উপলক্ষে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সংযোগস্থলে ডুব দিতে দেশ-বিদেশ থেকে লাখ লাখ মানুষ ছুটে এসেছেন প্রয়াগরাজে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) মকর সংক্রান্তির পুণ্যতিথিতে স্নান করতে বিপুল ভিড় জমেছে সেখানে।

মেলা শুরু হয়েছে ১৩ জানুয়ারি এবং ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিনে শেষ হবে। আয় বিশেষজ্ঞরা ধারণা করছেন, ৪৪ দিনব্যাপী এই মহাকুম্ভে প্রায় ৪০ কোটি পুণ্যার্থী উপস্থিত হতে পারে। যদি প্রতিটি পুণ্যার্থী গড়ে পাঁচ হাজার টাকা খরচ করেন, তবে রাজ্য সরকারের আয় পৌঁছাবে দুই লাখ কোটি টাকায়।

প্রশাসনের মতে, প্রতি পুণ্যার্থীর জন্য ১০ হাজার টাকা করে আয় হতে পারে। এর ফলে, আয় আরও বৃদ্ধি পাবে। ২০১৯ সালে অনুষ্ঠিত অর্ধকুম্ভ মেলায় প্রায় ২৪ কোটি পুণ্যার্থী উপস্থিত হয়েছিলেন এবং সেবার রাজ্য সরকার এক লাখ কোটি টাকার বেশি আয় করেছিল।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, এবারের কুম্ভমেলা আয়তনে ও লোকসমাগমে আরও বড় হবে, ফলে আয়ও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর