[email protected] বুধবার, ৭ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

নিউ অরলিন্সের হামলা ও লাস ভেগাসের বিস্ফোরণ নিয়ে যা বললেন বাইডেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৫ ৬:২০ পিএম

ফাইল  ছবি

নিউ অরলিন্সে সন্ত্রাসী হামলা এবং লাস ভেগাসে সাইবারট্রাক বিস্ফোরণের মধ্যে কোনো সংযোগ আছে কি না, তা খতিয়ে দেখছে মার্কিন বিশেষ নিরাপত্তা সংস্থাগুলো।

এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার স্থানীয় সময় এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট বাইডেন বলেন, "আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং গোয়েন্দা বিভাগ দুইটি ঘটনার মধ্যে সম্ভাব্য সংযোগ খুঁজে বের করার জন্য তদন্ত চালাচ্ছে।" তিনি আরও বলেন, "আমরা লাস ভেগাসের ট্রাম্প হোটেলের সামনে সাইবারট্রাক বিস্ফোরণের ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।"

বাইডেন বলেন, "ঘটনাগুলোর পূর্ণাঙ্গ এবং সঠিক তথ্য পাওয়া না গেলে আমরা এই বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাব।"

উল্লেখ্য, বুধবার সকালে নিউ অরলিন্সে একটি ট্রাক হামলায় ১৫ জন নিহত এবং ৩৫ জন আহত হন। অন্যদিকে, লাস ভেগাসের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে টেসলা সাইবারট্রাক বিস্ফোরণে একজন নিহত হন।

এই দুটি মর্মান্তিক ঘটনা যদি সংযুক্ত হয়ে থাকে, তবে তা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার জন্য গুরুতর উদ্বেগের বিষয় হয়ে উঠতে পারে। সূত্র: তাস

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর