গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ভারতে অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে আটক হওয়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে মুসলিমদের সংখ্যা হিন্দুদের তুলনায় বেশি।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের বরাত দিয়ে বিবিসি বাংলা এই তথ্য প্রকাশ করেছে।
বিএসএফের পরিসংখ্যান অনুযায়ী, আগস্ট থেকে ডিসেম্বরের ২৪ তারিখ পর্যন্ত ৭১৬ জন বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত পেরোতে গিয়ে আটক হন। তাদের মধ্যে ৩০১ জন হিন্দু এবং ৪১৫ জন মুসলমান।
সীমান্তরক্ষী বাহিনীর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আটক হওয়া হিন্দুদের মধ্যে সামান্য কিছু ব্যক্তি বাংলাদেশে ‘অত্যাচার’ ও ‘সহিংসতা’র শিকার হয়ে দেশ ছাড়ার কথা জানিয়েছেন।
তবে পুরো সীমান্ত অঞ্চলে একই চিত্র রয়েছে বলে বিএসএফের কর্মকর্তারা উল্লেখ করেছেন।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ২০২৪ সালে আগের দুই বছরের তুলনায় অবৈধ অনুপ্রবেশের সংখ্যা কিছুটা বেড়েছে, তবে আগস্টের পর থেকে এই বৃদ্ধি উল্লেখযোগ্য নয়। ভারত ও বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এসব অনুপ্রবেশ ঘটছে বলে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: