[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫ ৫:০২ পিএম

২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল

ও ডেন্টাল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ভর্তি পরীক্ষায় সামগ্রিকভাবে পাসের হার দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৫৭ শতাংশ।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করে।

ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করা পরীক্ষার্থীদের মধ্যে ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষায় উপস্থিত ছিলেন, যা মোট নিবন্ধিত পরীক্ষার্থীর ৯৮ দশমিক ২১ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন, অর্থাৎ ১ দশমিক ৭৯ শতাংশ। এছাড়া পরীক্ষাকেন্দ্রে অনিয়মের অভিযোগে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এবারের ভর্তি পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ৮১ হাজার ৬৪২ জন। এদের মধ্যে পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ১২৮ জন, যা মোট উত্তীর্ণের ৩৮ দশমিক ১৩ শতাংশ। অন্যদিকে নারী পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ৫১৪ জন, যা মোটের ৬১ দশমিক ৮৭ শতাংশ।

স্বাস্থ্য শিক্ষা সংশ্লিষ্টদের মতে, আগের বছরের তুলনায় এবছর পাসের হার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। পাশাপাশি নারী পরীক্ষার্থীদের উত্তীর্ণের হার বেশি হওয়াও সাম্প্রতিক সময়ের ধারাবাহিক প্রবণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

কর্তৃপক্ষ জানিয়েছে, ফল প্রকাশের পরবর্তী ধাপ হিসেবে মেধাক্রম অনুযায়ী কলেজ নির্বাচন ও ভর্তির সময়সূচি অল্প সময়ের মধ্যেই জানানো হবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর