ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বিজয়নগর কালভার্ট রোড এলাকায় প্রচারণা চলাকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
ঘটনার পরে দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসেক) ভর্তি আছেন।
ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, হাসপাতালে আনার সময় তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল।
পরে তাকে সিপিআর দেওয়া হয়। বর্তমানে তার রক্তচাপ কিছুটা স্থিতিশীল হলেও মাথার ভেতরে গুলি এবং কানের আশেপাশে আঘাত রয়েছে।
ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল আল নোমান জানিয়েছেন, হামলাকারীরা মোটরসাইকেলে এসে তিনটি গুলি ছোড়ে এবং দ্রুত পালিয়ে যায়। হাদি মূলত কানের নিচে গুলিবিদ্ধ হন।
ঢামেক হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক মো. শরিফ বলেন, আহত অবস্থায় হাদির পুরো মুখ রক্তে ভিজে ছিল এবং ডান কানের পাশের চোয়াল ও কানের কাছে ক্ষত দেখা যায়। প্রথমে তিনি কোনো জ্ঞানহীন অবস্থায় ছিলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, হামলাকারীরা জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে মোটরসাইকেল থেকে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
এসআর
মন্তব্য করুন: