২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিবিএস ও বিডিএস ভর্তি
পরীক্ষা ঘিরে সারাদেশের সব ধরনের মেডিকেল কোচিং সেন্টার ১ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভর্তি বিষয়ক জাতীয় কমিটির নেওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন বা সরাসরি কোনো ধরনের কোচিং কার্যক্রম চালানো যাবে না।
সোমবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. রুবীনা ইয়াসমীন জানান, পরীক্ষায় স্বচ্ছতা রক্ষায় স্থানীয় প্রশাসনের নজরদারি আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভর্তি–সংক্রান্ত কমিটির সমন্বয় সভায় কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। অধিদপ্তর জানিয়েছে, ১২ ডিসেম্বর সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। গত বছরের তুলনায় এবার পরীক্ষা এক মাসেরও বেশি এগিয়ে আনা হয়েছে। ফলে পরীক্ষার্থীদের প্রস্তুতির সময় কিছুটা কমে গেছে।
এদিকে ভর্তি পরীক্ষার আগে সরকার ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর আসনসংখ্যায় বড় পরিবর্তন আনা হয়েছে। সরকারি ৩৭টি মেডিকেলে আগের ৫,৩৮০ আসন থেকে ২৮০টি কমে দাঁড়িয়েছে ৫,১০০টি। অন্যদিকে বেসরকারি ৬৬টি মেডিকেল কলেজে ২৯২টি আসন কমে মোট আসন হয়েছে ৬,০১টি।
পরীক্ষার সময় এগিয়ে আনা ও আসনসংখ্যা কমে যাওয়ায় শিক্ষার্থীরা কিছুটা চাপের মুখে পড়লেও, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের দাবি—সুষ্ঠু ও নিয়ন্ত্রিত ভর্তি পরীক্ষা নিশ্চিত করতেই এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: