[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫ ৮:১১ পিএম

সংগৃহীত ছবি

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১২০ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক (সুপারনিউমারারি) পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

শনিবার সেবা বিভাগের যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশ এবং রাষ্ট্রপতির অনুমোদনের ভিত্তিতে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী তাদেরকে ৪র্থ গ্রেডে উন্নীত করা হলো।

পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকরা আপাতত তাদের বর্তমান কর্মস্থলেই ‘ইনসিটু’ দায়িত্ব পালন করবেন এবং আগামী ১১ ডিসেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগে জমা দিতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়, সুপারনিউমারারি পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ করতে হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কোনো বদলি বা কর্মস্থল পরিবর্তন করা যাবে না। যারা লিয়েন, প্রেষণ, শিক্ষা বা মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন, তাদের ক্ষেত্রে ছুটি শেষে পদোন্নতি কার্যকর হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে কারও বিরুদ্ধে বিরূপ তথ্য প্রমাণিত হলে প্রজ্ঞাপন সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।


এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর