প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্টের উদ্যোগে শরীয়তপুরের ভেদরগঞ্জে দিনব্যাপী বিনামূল্যের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে ১১ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষ চিকিৎসাসেবা, চিকিৎসকদের পরামর্শ এবং রোগ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কাউন্সিলর ও শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. মাহমুদ হোসেনের পৃষ্ঠপোষকতায় ক্যাম্প পরিচালনা করেন পিএনআরএফআর ট্রাস্টের চেয়ারম্যান ও বাতরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডা. নীরা ফেরদৌস। তাঁদের সঙ্গে ছিলেন রিউমাটোলজিস্ট ডা. বুদ্ধদেব সরকারসহ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আরও ১৭ জন চিকিৎসক।
এ ছাড়া উপস্থিত ছিলেন ট্রাস্টের সেক্রেটারি ডা. পিযুষ বিশ্বাস, কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম খোকন, জুবায়ের আহমেদ, মো. বুরহান উদ্দিন, মো. সামিউল হক, বোরহান উদ্দিন, কাজি মনজুর সাকলায়েন এবং মর্ডান ওয়ান স্টপ আথ্রাইটিস কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার (এমওএসিএন্ডআরসি)-এর স্টাফরা।
৩৪ সদস্যের মেডিকেল টিম এবং স্থানীয়দের সহযোগিতায় সকাল থেকে রাত পর্যন্ত সফলভাবে ক্যাম্প পরিচালিত হয়।
পিএনআরএফআর ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, “ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকেই আমরা বিভিন্ন সামাজিক উদ্যোগ হাতে নিয়েছি। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এসব কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।”
তিনি আরও জানান, ট্রাস্ট শুধু বাত রোগীদের সেবাই নয়, বিভিন্ন দূরারোগ্য রোগীদের এককালীন চিকিৎসা সহায়তা, গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, উত্তরবঙ্গে অ্যাম্বুলেন্স সার্ভিস, শীতবস্ত্র বিতরণ এবং বন্যার্তদের সহযোগিতাসহ নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে।
ক্যাম্পে উপস্থিত চিকিৎসকেরা বাত ব্যথা ও বাতজনিত অন্যান্য রোগ সম্পর্কে রোগীদের সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক লক্ষণ চিহ্নিতকরণ ও চিকিৎসা পদ্ধতি নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
হেলথ ক্যাম্প শেষে শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. মাহমুদ হোসেন বলেন, “নির্দিষ্ট একটি রোগকে কেন্দ্র করে একদিনে ১১শ মানুষের জন্য নিরবিচ্ছিন্ন সেবা প্রদান নিঃসন্দেহে বিরল ঘটনা। এটি আমাদের এলাকার জন্য এক ধরনের ইতিহাস।
এসআর
মন্তব্য করুন: