[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

এইডস চিকিৎসায় আশার আলো, ১৮ মাস ওষুধ না খেয়েও সুস্থ ৭ রোগী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫ ১০:৪২ এএম

এইডস এখনো এমন একটি রোগ, যার পুরোপুরি নিরাময়ের উপায়

চিকিৎসা বিজ্ঞানের হাতে নেই। তবে সাম্প্রতিক এক গবেষণায় এ রোগের চিকিৎসায় নতুন সম্ভাবনার দেখা মিলেছে। পরীক্ষামূলক একটি চিকিৎসা পদ্ধতির ফলে ৭ জন এইডস রোগী টানা ১৮ মাস কোনো ওষুধ ছাড়াই সুস্থ আছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকেরা ‘কম্বিনেশন থেরাপি’ নামে একটি নতুন চিকিৎসা পদ্ধতি নিয়ে কাজ করছেন। প্রচলিত ওষুধের বদলে তারা ব্যবহার করছেন প্রতিষেধক, রোগ প্রতিরোধ সক্রিয়কারী ওষুধ এবং ‘ব্রডলি নিউট্রালাইজিং অ্যান্টিবডি’ (বিএনএবিএস)–এর নির্দিষ্ট মাত্রা। পরীক্ষায় অংশ নেওয়া দশজন রোগীর ওপর এ চিকিৎসা প্রয়োগ করা হয়েছে, যদিও ব্যবহৃত ওষুধ ও অ্যান্টিবডির নাম এখনো প্রকাশ করা হয়নি।

গবেষকেরা জানিয়েছেন, এই থেরাপির পর রোগীদের আর নিয়মিত এআরটি (অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি) নিতে হয়নি। যাদের শরীরের অবস্থা ঝুঁকিপূর্ণ ছিল, তাদেরও আলাদা কোনো চিকিৎসা দরকার হয়নি। প্রায় দেড় বছর ধরে তারা ওষুধ ছাড়াই সুস্থ আছেন।

এইচআইভি সংক্রমণ সাধারণত তিন ধাপে অগ্রসর হয়—
প্রথম ধাপ: অ্যাকিউট স্টেজ, সংক্রমণের কয়েক সপ্তাহের মধ্যে জ্বর বা সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দেয় এবং কিছুদিন পর সেরে যায়।
দ্বিতীয় ধাপ: ক্লিনিক্যাল ল্যাটেন্সি স্টেজ, যেখানে দীর্ঘ সময় কোনো লক্ষণ প্রকাশ পায় না।
তৃতীয় ধাপ: এইডস, যখন রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে এবং যক্ষ্মা, ছত্রাক সংক্রমণ, স্নায়বিক রোগসহ নানা জটিলতা দেখা দেয়।

বর্তমান চিকিৎসা পদ্ধতি এআরটি রোগীকে দীর্ঘ সময় সুস্থ রাখতে সক্ষম হলেও একে বন্ধ করা যায় না। তবে নতুন থেরাপির সফলতা দেখাচ্ছে—ওষুধ ছাড়া দীর্ঘ সময় শরীরে ভাইরাস নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে।

গবেষকেরা মনে করছেন, এই চিকিৎসা আরও কার্যকর প্রমাণিত হলে ভবিষ্যতে এইডস নির্মূলের পথে বড় অগ্রগতি আসতে পারে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর