[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরো ৫৭২ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫ ৪:২৪ পিএম

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা – শনিবার সকাল ৮টা)

 

নতুন হাসপাতালে ভর্তি: ৫৭২ জন

বরিশাল: ৯০

চট্টগ্রাম: ১৩২

ঢাকা (সিটি কর্পোরেশন ছাড়া): ১১৬

ঢাকা উত্তর সিটি: ১৩২

ঢাকা দক্ষিণ সিটি: ৬৭

ময়মনসিংহ: ৩২

সিলেট: ৩


মৃত্যু: ০

হাসপাতাল থেকে ছাড়পত্রপ্রাপ্ত: ৫৭০


২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত

মোট ভর্তি: ৯৩,৭৬৬

মোট ছাড়পত্রপ্রাপ্ত: ৯১,২২২

মোট মৃত্যু: ৩৭৭


২০২৪ সালের প্রাক্কলিত বা পুরো বছরের হিসাব

মোট ভর্তি: ১,০১১,২১৪

মোট মৃত্যু: ৫৭৫


২০২৩ সালে

মোট ভর্তি: ৩২১,১৭৯

মোট মৃত্যু: ১,৭০৫

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর