[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

ডেঙ্গুতে একদিনে ২ মৃত্যু, হাসপাতালে ৭০৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ৪:৪৬ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ৭০৫ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে ভর্তি হওয়া রোগীদের বিভাগভিত্তিক সংখ্যা হলো:

বরিশাল: ৬২

চট্টগ্রাম: ১১৬

ঢাকা (সিটি কর্পোরেশনের বাইরে): ১৩৭

ঢাকা উত্তর সিটি: ১৭১

ঢাকা দক্ষিণ সিটি: ৭৭

খুলনা (সিটি কর্পোরেশনের বাইরে): ৩৪

ময়মনসিংহ: ৫৩

রাজশাহী: ৩৪

রংপুর: ৫

সিলেট: ১৬


এ সময়ে সারা দেশে ৮১৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর মোট ৮৮ হাজারের বেশি রোগী ডেঙ্গু থেকে সুস্থ হয়েছেন।

এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৯০ হাজার ৯৬৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩৬৬ জনের মৃত্যু হয়েছে।

তথ্যমতে,

২০২৪ সালে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন

মৃত্যুবরণ করেছিলেন ৫৭৫ জন

আর ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১,৭০৫ জন মারা যান এবং ৩ লাখ ২১ হাজারের বেশি রোগী হাসপাতালে চিকিৎসা নেন।

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর