দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগ বাড়িয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।
এ সময় নতুন করে ৭৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
একদিনে বিভাগভিত্তিক নতুন রোগী ভর্তির সংখ্যা
- বরিশাল বিভাগ: ৮৩ জন
- চট্টগ্রাম বিভাগ: ১৩৪ জন
- ঢাকা বিভাগ (সিটির বাইরে): ১২১ জন
- ঢাকা উত্তর সিটি: ১২৯ জন
- ঢাকা দক্ষিণ সিটি: ৮১ জন
- খুলনা বিভাগ (সিটির বাইরে): ১১২ জন
- ময়মনসিংহ বিভাগ: ৪৪ জন
- রাজশাহী বিভাগ: ৪৮ জন
- রংপুর বিভাগ: ১৯ জন
- সিলেট বিভাগ: ৭ জন
সেরে উঠছেন যারা
গত ২৪ ঘণ্টায় ১,১১১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ হাজার ৪৪২ জন।
চলতি বছরের সামগ্রিক ডেঙ্গু চিত্র
এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ২৬৪ জন। একই সময়ে ডেঙ্গুতে মোট ৩৬৪ জনের মৃত্যু হয়েছে।
পূর্ববর্তী বছরের তুলনা
- ২০২৪ সালে:
হাসপাতালে ভর্তি – ১,০১,২১৪ জন
মৃত্যু – ৫৭৫ জন
- ২০২৩ সালে:
হাসপাতালে ভর্তি – ৩,২১,১৭৯ জন
মৃত্যু – ১,৭০৫ জন
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আবহাওয়া ও পরিবেশগত কারণে ডেঙ্গুর প্রকোপ এখনো পুরোপুরি কমেনি। তাই মশা নিধন কার্যক্রম, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সচেতনতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন: