[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৭০ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫ ৬:৩৮ পিএম

সংগৃহীত ছবি

চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ হাজারের ঘর পেরিয়েছে।

তবে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে নতুন করে কারও মৃত্যু হয়নি।

শনিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনন্দিন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে ৬৫১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা শহরে ২৩৭ জন (উত্তর সিটিতে ১২০ ও দক্ষিণ সিটিতে ১১৭ জন) এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন ৪১৪ জন।

বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়—
বরিশাল বিভাগে ১২৯ জন, চট্টগ্রামে ৯৮ জন, ঢাকার বাইরে জেলাগুলোতে ১২০ জন, খুলনায় ১৩ জন, ময়মনসিংহে ২৯ জন, রাজশাহীতে ২২ জন এবং সিলেটে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

গত একদিনে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৫৭ জন। ফলে চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৭ হাজার ৪৫৯ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে মোট ৭০ হাজার ৫১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৭৮ জন।

বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমের শেষভাগেও ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকায় সতর্কতা বজায় রাখা জরুরি

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর