[email protected] সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৫ কার্তিক ১৪৩২

মেডিকেল ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর, প্রথমবার যুক্ত হচ্ছে লিখিত অংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫ ৭:২০ পিএম

সংগৃহীত ছবি

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

আগামী ১২ ডিসেম্বর সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। এবার প্রথমবারের মতো বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্নের পাশাপাশি যুক্ত করা হচ্ছে লিখিত অংশ।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, “আগামী ১২ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।”

তিনি আরও বলেন, “ভর্তি পরীক্ষায় এবার সীমিত পরিসরে লিখিত অংশ যুক্ত করা হচ্ছে। লিখিত অংশে ১০ থেকে ২০ নম্বরের প্রশ্ন থাকতে পারে। বিষয়টি চূড়ান্ত করবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।”

বৈঠকে বিএমডিসির সভাপতি মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম-সচিব মল্লিকা খাতুন, এবং স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর জানায়, ভর্তি পরীক্ষার দেড় মাস আগে আবেদন প্রক্রিয়া, সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর