[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

স্বাস্থ্যসেবায় বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৯:৩১ পিএম

স্বাস্থ্যসেবায় এসেছে বড় পরিবর্তন।

স্বাস্থ্য অধিদপ্তরে নতুন করে নিয়োগ পেয়েছেন দুই অতিরিক্ত মহাপরিচালক।

এর মধ্যে অধ্যাপক ডা. খায়ের আহমদ চৌধুরীকে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং অধ্যাপক ডা. শেখ ছাইদুল হককে অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. মো. রিজওয়ানুর রহমানকে জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক পদে এবং ডা. মো. জানে আলম মৃধাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব এম কে হাসান জাহিদ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর