[email protected] বুধবার, ৬ আগস্ট ২০২৫
২১ শ্রাবণ ১৪৩২

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১৫৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুন ২০২৫ ৬:৫৯ পিএম

সংগৃহীত ছবি

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৯ জন, আর মৃত্যু হয়েছে ২ জনের।

নিহত দুজনই বরিশাল বিভাগের বাসিন্দা।

শুক্রবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বরিশাল বিভাগে—মোট ১০৭ জন। অন্যান্য বিভাগে আক্রান্তের সংখ্যা হলো:

  • ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১৫ জন
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৬ জন
  • ঢাকা বিভাগের অন্যান্য এলাকা: ১২ জন
  • চট্টগ্রাম বিভাগ: ১১ জন
  • রাজশাহী বিভাগ: ৬ জন
  • সিলেট বিভাগ: ২ জন

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৬৯ জন। চলতি বছরে মোট ৮ হাজার ১৬২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

সালভিত্তিক পরিসংখ্যান:

  • ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২৬ জুন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২২২ জন এবং মারা গেছেন ৪০ জন।
  • ২০২3 সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১,৭০৫ জন, যা ছিল দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি। ওই বছর হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
  • ২০২৪ সালে এখন পর্যন্ত (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পূর্ববর্তী হিসাব অনুযায়ী) ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু ৫৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখতে নাগরিকদের সহযোগিতা কামনা করেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর