[email protected] শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
২৪ শ্রাবণ ১৪৩২

আশ্বাস মিলেনি, ঢাকা মেডিকেল শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুন ২০২৫ ৪:৪৯ পিএম

সংগৃহীত ছবি

আবাসন সংকট নিরসনে সুস্পষ্ট পরিকল্পনা না আসায় ক্লাসে ফিরছেন না ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

তাদের দাবি, নির্দিষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন না তারা।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে কলেজ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা এ অবস্থান জানান।

কে-৮০ ব্যাচের শিক্ষার্থী মাহবুব মোর্শেদ সিয়াম বলেন, “গতকাল সচিবালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি জানিয়েছেন, দেশের সব মেডিকেল কলেজে ১৯টি হল নির্মাণের একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে দুটি হল ঢাকা মেডিকেলের জন্য নির্ধারিত। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একসেক সভায় উপস্থাপন করা হবে।

তিনি আরও জানান, আপাতত ঝুঁকিপূর্ণ চতুর্থ তলা ছেড়ে শহীদ ডা. ফজলে রাব্বি হলের নিচতলায় অবস্থান করছেন তারা।

কে-৭৯ ব্যাচের শিক্ষার্থী আলফাজ হোসাইন সিহাব বলেন, “কে-৭৮ থেকে কে-৮১ ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য একটি রোডম্যাপ থাকলেও নবাগত কে-৮২ ব্যাচের জন্য কিছুই জানানো হয়নি। আজ কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে প্রতিশ্রুতি পেয়েছি যে পরিকল্পনা জানানো হবে। তবে যতক্ষণ না একটি নির্ভরযোগ্য রোডম্যাপ হাতে পাচ্ছি, ততক্ষণ ক্লাসে ফিরছি না।”

উল্লেখ্য, দীর্ঘদিনের আবাসন সংকটের সমাধানে পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলনে নামে। আন্দোলনের জেরে ২১ জুন কলেজ একাডেমিক কাউন্সিল একাডেমিক কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করে এবং ২২ জুনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়। তবে শিক্ষার্থীরা সেই নির্দেশনা না মেনে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর