রাজধানীর শনিরআখড়ায় ১১ মাস বিল পরিশোধ করেও গ্যাস না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রেখেছে।
বেলা ১১ টা থেকে থেকে শুরু হওয়া এই অবরোধ এখনো চলছে। ফলে উভয়মুখী যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে এবং এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।
দুর্ভোগে পড়েছেন অফিসগামী, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা।
অবরোধকারীদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও কোনো সমাধান মিলছে না। তারা বলেন—
অবৈধ সংযোগ বন্ধ করতে হবে এবং বৈধ লাইনে অবিলম্বে গ্যাস দিতে হবে।
পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন। তবে দাবি আদায়ে অনড় রয়েছে স্থানীয়রা। তারা বলেন, সমস্যার সমাধানের সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া তারা সড়ক ছাড়বেন না।
এসআর
মন্তব্য করুন: