[email protected] মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
২১ শ্রাবণ ১৪৩২

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দুই গ্রুপের বড় সংঘর্ষ: আহত ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২:১১ পিএম

ছবিঃ সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে রাত ১টা পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আমজাদ হোসেনসহ কয়েকজন শিক্ষার্থী রয়েছেন। আহতরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

 

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনের প্রস্তুতি চলছিল। শিক্ষার্থীদের একটি অংশ এ কমিটি চায়নি।

 

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে চায়ের দোকানে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের কথা-কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা তৈরি হয়। পরে প্রক্টর অফিসে বিষয়টি মীমাংসার চেষ্টা চললেও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও শিক্ষকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে উপাচার্য ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।

 

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ এবং সিএসই বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মো. গালিবকে সাময়িক বরখাস্ত করে। এ বরখাস্তের প্রতিবাদে শুক্রবার সিএসই বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। সংঘর্ষের পেছনে এ ঘটনারও সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর