[email protected] মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
২০ শ্রাবণ ১৪৩২

ফিটনেস ট্রেইনারকে বিয়ে করতে যাচ্ছেন সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪ ৩:০৩ পিএম

সোহেল তাজ ও শিমু

শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ৫৫ বছর বয়সে বাগদান সম্পন্ন করেছেন। রোববার (২৯ ডিসেম্বর) ঢাকার একটি ফিটনেস সেন্টারে এক বিশেষ আয়োজনে তিনি ও তার বাগদত্তা আংটি বদল করেন।

সোহেল তাজ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় তিনি হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। ঘটনাটি ঘিরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং করতালির মাধ্যমে মুহূর্তটি উদযাপন করেন।

 

কনে শিমু, যিনি আয়রন গার্ল হিসেবে পরিচিত, সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের একজন ট্রেইনার। দীর্ঘদিন ধরে ফিটনেস জগতে কাজ করে আসা সোহেল তাজের জীবনের এই বিশেষ অধ্যায়ও তার প্রতিষ্ঠিত ফিটনেস সেন্টারের সঙ্গে যুক্ত হয়ে রইল।

 

সোহেল তাজ বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি ফিটনেস সচেতনতা বাড়াতে উল্লেখযোগ্য কাজ করেছেন।

 

সোহেল তাজের এই নতুন জীবন শুরুর জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার শুভানুধ্যায়ীরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর