বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে
দেশে রাতের তাপমাত্রা প্রায় ১–২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না।
বুধবার প্রকাশিত পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আগামী ২৪ ঘণ্টা আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। ভোরের দিকে দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে।
পরবর্তী কয়েক দিনের অবস্থা:
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর): সারাদেশে শুষ্ক আবহাওয়া থাকবে, রাতে তাপমাত্রা কমার প্রবণতা অব্যাহত থাকবে।
শুক্রবার (১২ ডিসেম্বর): রাতে তাপমাত্রা স্থিতিশীল থাকতে পারে, দিনে সামান্য উষ্ণতা বাড়তে পারে।
শনিবার (১৩ ডিসেম্বর): আবহাওয়ার ধরন প্রায় একই থাকবে, রাত-দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন নেই।
রোববার (১৪ ডিসেম্বর): ভোরে হালকা কুয়াশা পড়তে পারে; রাতে সামান্য উষ্ণতা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: