[email protected] মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

ঢাকাসহ ৯ জেলায় রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫ ৯:২৯ পিএম

ফাইল  ছবি

ঢাকাসহ দেশের ৯টি জেলার ওপর দিয়ে রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়,

"ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, যশোর, ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।"

এ ছাড়া এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর ঝড়ের সময় সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্ট এলাকাবাসীকে পরামর্শ দিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর