ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া অভিনেত্রী তানিয়া
বৃষ্টি এবার বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন। নির্মাতা রায়হান খানের নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’–এর মাধ্যমে তার এই যাত্রা শুরু হচ্ছে। তবে এটি কেবল একটি নতুন মাধ্যমের শুরু নয়, বরং নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তোলার এক কঠিন অভিজ্ঞতার গল্প।
সম্প্রতি সিনেমাটির সংবাদ সম্মেলনে তানিয়া বৃষ্টি তার অভিনয়জীবনের অন্যতম চ্যালেঞ্জিং অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ছবির একটি বিশেষ চরিত্রের জন্য তাকে নিতে হয়েছে অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ প্রস্থেটিক মেকআপ। এ প্রসঙ্গে তিনি জানান, প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লেগেছে শুধু মেকআপ সম্পন্ন করতেই, যা ছিল শারীরিক ও মানসিক—দুই দিক থেকেই কঠিন।
তিনি আরও বলেন, একবার মেকআপ শেষ হলে শুটিং শেষ না হওয়া পর্যন্ত স্বাভাবিক কোনো কাজই করা সম্ভব হতো না। খাবার বা পানি গ্রহণ তো দূরের কথা, এমনকি ওয়াশরুম ব্যবহারের সুযোগও থাকত না। দীর্ঘ সময় একই অবস্থায় থাকতে হওয়ায় পুরো প্রক্রিয়াটি ছিল অত্যন্ত ক্লান্তিকর।
তবে এত কষ্টের পরও অভিজ্ঞতাটিকে সার্থক বলেই মনে করছেন এই অভিনেত্রী। তার মতে, দর্শকদের জন্য সিনেমাটিতে বড় একটি চমক অপেক্ষা করছে। তিনি দাবি করেন, ১৯৭১ সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের সিনেমায় এমন ধরনের গেটআপ বা মেকআপ আগে কখনও দেখা যায়নি।
দর্শকদের প্রতি অনুরোধ জানিয়ে তানিয়া বৃষ্টি বলেন, অন্তত প্রেক্ষাগৃহে এসে যেন দর্শকরা এই পরিশ্রমের ফলাফলটি দেখেন। পর্দায় তার চরিত্র দেখলেই বোঝা যাবে, একটি ভিন্ন লুক ফুটিয়ে তুলতে তিনি এবং পুরো টিম কতটা শ্রম ও ত্যাগ স্বীকার করেছেন।
এসআর
মন্তব্য করুন: