[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

ব্যাচেলর পয়েন্টে যে চরিত্রে দেখা দিলেন স্পর্শিয়া

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ৭:০৯ পিএম

নির্মাতা কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর

পয়েন্ট সিজন ৫’ বর্তমানে দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলছে। পুরনো চরিত্রগুলো—কাবিলা, হাবু, পাশা, নেহাল—এর সঙ্গে এবার দেখা মিলবে নতুন মুখেরও।

নতুন এই চরিত্রে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া, যিনি ধারাবাহিকে ‘স্পর্শ’ নামে একটি চরিত্রে অভিনয় করছেন। সিজনের নতুন নায়িকা কে হচ্ছেন তা দর্শকরা আগেই জানতে চেয়েছিলেন। নির্মাতা এক মাস আগে ঘোষণা করেছিলেন যে অর্চিতা যুক্ত হচ্ছেন, তবে চরিত্রের নাম গোপন রাখা হয়েছিল, যা কৌতূহল বাড়িয়েছিল।

যদিও সিরিজের শুটিংয়ের কিছু ছবি আগে ফাঁস হয়ে গিয়েছিল, মুখটি দেখা যায়নি। অবশেষে ১১ ডিসেম্বর প্রকাশিত সপ্তম পর্বে দর্শকের সামনে আসে অর্চিতা স্পর্শিয়ার চরিত্র স্পর্শ। তিনি ব্যাচেলর ফ্ল্যাটের নিচতলার নতুন ভাড়াটিয়া হিসেবে গল্পে প্রবেশ করেছেন।

স্পর্শিয়ার এই হঠাৎ উপস্থিতি দর্শকদের মধ্যে নতুন উত্তেজনা তৈরি করেছে। পাশাপাশি গল্পে নতুন রহস্যও যোগ হয়েছে। অভিনেত্রী নিজস্ব অভিনয় দক্ষতা এবং চরিত্র নির্বাচনের সচেতনতার কারণে এই প্রত্যাবর্তনকে দর্শকরা বিশেষভাবে গ্রহণ করছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর