[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

ভিকির বিপরীতে দীপিকা, মহাকাব্যে নতুন জুটি?

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫ ৬:২৪ পিএম

বলিউডে জোর গুঞ্জন—প্রথমবারের মতো একই ছবিতে

দেখা যেতে পারে ভিকি কৌশল ও দীপিকা পাডুকোনকে। দুই জনপ্রিয় তারকার সম্ভাব্য এই জুটিকে ঘিরে ইতোমধ্যেই ইন্ডাস্ট্রিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে নতুন প্রকল্পে যুক্ত হয়ে দীপিকা ভক্তদের বারবার চমকে দিচ্ছেন।

এবার শোনা যাচ্ছে, পরিচালক অমর কৌশিকের বহুদিনের পরিকল্পিত পৌরাণিক ও মহাকাব্যধর্মী চলচ্চিত্রে তার নাম বিবেচনা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘মহাবতার’ নামে অমর কৌশিকের এই উচ্চাভিলাষী প্রজেক্টের কেন্দ্রীয় নারী চরিত্রে দীপিকাকে নেয়ার আলোচনা চলছে।

যদি শেষ পর্যন্ত বিষয়টি নিশ্চিত হয়, তাহলে এই ছবিতেই প্রথমবার পর্দায় জুটি বেঁধে হাজির হবেন ভিকি ও দীপিকা—যা দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। অনেকেই অপেক্ষা করছেন, কখন এই নতুন জুটিকে একসঙ্গে দেখা যাবে।

তবে এখন পর্যন্ত ‘মহাবতার’ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। তাই বলিউডে একটাই প্রশ্ন ভাসছে—পৌরাণিক গল্প অবলম্বনে নির্মিত এই ছবিতে কি সত্যিই প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে চলেছেন ভিকি কৌশল ও দীপিকা পাডুকোন?

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর