বলিউড তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্ব কঙ্গনা রানাওয়াত আবারও
বিতর্কের মুখে। তবে এবার বিষয়টি রাজনীতি বা সিনেমা নয়—পরিবেশ দূষণের অভিযোগ।
বারাণসী সফরে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে চাট (টিকিয়া–ছোলা) খাওয়ার একটি ছবি ও ভিডিও তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। ঠিক সেই পোস্ট থেকেই শুরু হয় নতুন বিতর্ক।
অনেক নেটিজেন দাবি তোলেন—খাওয়া শেষ করে নাকি কঙ্গনা তার ব্যবহৃত প্লেটটি রাস্তায় ফেলে দিয়েছেন, যার ফলে পবিত্র শহরের পরিবেশ নোংরা হয়েছে। এই অভিযোগে সোশ্যাল মিডিয়ায় তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়।
কিন্তু অভিযোগের জবাবে কঙ্গনা নিজের প্রোফাইলে কিছু স্ক্রিনশট প্রকাশ করেন। সেখানে দেখা যায়—যেখানে তিনি খাবার খাচ্ছিলেন, ঠিক তার পাশেই একটি ডাস্টবিন ছিল। অভিনেত্রীর দাবি, তিনি প্লেটটি সেই নির্দিষ্ট ডাস্টবিনেই ফেলেছেন, রাস্তায় নয়।
এরপর কঙ্গনা কড়া ভাষায় সমালোচকদের উদ্দেশে লিখেছেন—
“মিথ্যা অভিযোগ তোলার আগে চারদিকে একবার দেখে নিন। যাতে আপনাদের দাবিই ভুল প্রমাণিত না হয়। আমি কোনও শহরেই আবর্জনা ফেলে নোংরা করি না—বারাণসীও তার ব্যতিক্রম নয়।”
তবুও বিতর্ক থামেনি। অনেকে মন্তব্য করেছেন, কঙ্গনাকে বিতর্কে টানার জন্যই প্রথমে ডাস্টবিনের অংশটি ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছিল।
এসআর
মন্তব্য করুন: