[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

কেটি পেরির সঙ্গে সম্পর্কের সিলমোহর দিলেন জাস্টিন ট্রুডো

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫ ৫:১৩ পিএম

পপ তারকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী

জাস্টিন ট্রুডো–র প্রেম আর গুঞ্জনে সীমাবদ্ধ নেই—সম্প্রতি তা প্রায় নিশ্চিতভাবেই প্রকাশ্যে এসেছে। টোকিওতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার স্ত্রীর সঙ্গে একটি মধ্যাহ্নভোজে কেটিকে সঙ্গে নিয়ে উপস্থিত হন ট্রুডো। সেই বৈঠকের ছবি ট্রুডো নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন, যা তাদের সম্পর্ককে প্রকাশ্যে এনে দেয়।

ছবিতে দু’জনকে পাশাপাশি দেখা যায়—কেটি পেরি সবুজ টু-পিস, কালো টার্টলনেক ও বুটসে; আর ট্রুডো ধূসর স্যুটে। কেটিকে ট্রুডোর পেছনে হাত রাখতে দেখা যায়, যা নেটমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কিশিদা পোস্টটিতে শুভেচ্ছা জানিয়ে মন্তব্যও করেন।

জানা গেছে, কেটি পেরি তার ‘দ্য লাইফটাইমস ওয়ার্ল্ড ট্যুর’-এর একটি শো স্থগিত করে এই মধ্যাহ্নভোজে অংশ নেন। সাম্প্রতিক মাসগুলোতে কেটি-ট্রুডোকে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গেছে—প্রথমে মন্ট্রিয়ালের একটি নৈশভোজে, পরে কেটির কানাডার কনসার্টেও উপস্থিত ছিলেন ট্রুডো।

ব্যক্তিগত জীবনে—

কেটি পেরি এ বছর জুনে অভিনেতা অরল্যান্ডো ব্লুম–এর সঙ্গে সাত বছরের সম্পর্ক ভেঙেছেন। তাদের একটি সন্তান রয়েছে, যাকে দু’জন মিলে দেখাশোনা করছেন।

ট্রুডো ২০২৩ সালে স্ত্রী সোফি গ্রেগোয়ার–এর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। তাদের তিন সন্তান রয়েছে।


সব মিলিয়ে, আলোচিত এই দুই তারকার সম্পর্ক এখন আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে এসেছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর