[email protected] বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২

চোটকে পাত্তা না দিয়ে প্রযোজকের ক্ষতির কথাই ভাবলেন শ্রদ্ধা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ১:০২ পিএম

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর তার নতুন ছবি ‘ঈথা’–র শুটিংয়ে

গুরুতর চোট পেলেও কাজ থামাতে চাননি। নাচের একটি দৃশ্য করতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি, ফলে বাঁ পায়ের পেশিতে তীব্র আঘাত পান। চিকিৎসকরা তাকে কয়েকদিন পুরো বিশ্রামে থাকার নির্দেশ দিলেও শ্রদ্ধা সেট ফেলে দিতে রাজি হননি—প্রযোজকের আর্থিক ক্ষতির কথা ভেবেই আঘাত নিয়েই আবার শুটিংয়ে ফেরেন।

শুটিং ইউনিট জানিয়েছে, এ ঘটনার আগে ছবির একটি গানের দৃশ্যেই দুর্ঘটনা ঘটে। অজয়–অতুলের সুরে প্রস্তুত গানের শুটিংয়েই ভারী পোশাক ও অলংকার পরে দ্রুত গতির নাচ করতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারান। পড়ে যাওয়ার পরই পায়ের ওপর চাপ পড়ে এবং তিনি দাঁড়াতে পারেননি। গুঞ্জন উঠেছিল পা ভেঙে গেছে, তবে পরে নিশ্চিত হওয়া যায়—পেশিতে গভীর চোট লেগেছে।

দুর্ঘটনার পর পরিচালক ও প্রযোজনা সংস্থা শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নিলেও শ্রদ্ধা নিজেই অনুরোধ করেন কাজ চালিয়ে যেতে। তিনি জানান, নাচ বা দৌড়ঝাঁপের দৃশ্যে অংশ নিতে না পারলেও ক্লোজ-আপ শট বা বসে করা দৃশ্যগুলোর শুটিং এগিয়ে নেওয়া সম্ভব।

বলিউডের ভেতরে-বাইরে এখন তার এই সিদ্ধান্তকে পেশাদারিত্বের উদাহরণ হিসেবে প্রশংসা করা হচ্ছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর