ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সেমন্তী সৌমি সম্প্রতি ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন।
একসময় বিদেশি ছেলেকে বিয়ে করার ইচ্ছা থাকলেও এখন মত বদল করেছেন তিনি।
সৌমি বলেন, “বিদেশি ছেলের সঙ্গে আসলে মনের মতো সংযোগ তৈরি হয় না।
যতই ইংরেজিতে কথা বলা যাক না কেন, বাংলা ভাষায় কথা বলার যে আনন্দ, অনুভূতি ভাগ করার যে সহজতা—তা অন্য ভাষায় সম্ভব নয়।
তিনি জানান, আগামী বছর বিয়ে করার পরিকল্পনা রয়েছে তার। এ প্রসঙ্গে সৌমি বলেন, “আমার পছন্দ দেশি ছেলে।
একটা ভালো দেশি ছেলে পেলেই বিয়ে করব। তখন সবাইকে দাওয়াত থাকবে।
এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত তার রেস্টুরেন্টের ছবির প্রসঙ্গও টেনে আনেন সৌমি। তিনি জানান, “বড় বড় রেস্টুরেন্টে সাধারণত ফটোগ্রাফার থাকেন। তবে ওয়েটাররাও ছবি তোলায় দারুণ দক্ষ। আমার অনেক সুন্দর ছবি ওরাই তুলে দেয়, লাইট নিয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে।
এসআর
মন্তব্য করুন: