বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হতে যাওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ ১৭ জন অভিনয়শিল্পীকে আসামি করা হচ্ছে।
জানা গেছে, ঢাকার সিএমএম আদালতে এনামুল হক নামের এক ব্যক্তি মামলাটির আবেদন করেন। তবে আবেদনটি আদালতে কবে জমা দেওয়া হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।
অন্যদিকে, রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে বিএনপিকর্মী মাহফুজ আলম শ্রাবণ নিহতের ঘটনায় গত ২০ এপ্রিল ঢাকার একটি আদালতে আরেকটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০৭ জনকে আসামি করা হয়।
ওই মামলায় সাবেক মন্ত্রী-এমপি, ঢাকা সিটি করপোরেশনের দুই সাবেক মেয়র, সাংবাদিক, ব্যবসায়ী, নির্বাচন কমিশনার, আইনজীবী ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের নাম উল্লেখ রয়েছে। আসামিদের তালিকায় অভিনেতা ইরেশ যাকেরের নামও রয়েছে।
এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সংস্কৃতি ব্যক্তিত্ব মোস্তফা সরয়ার ফারুকী অভিনেতা ইরেশ যাকেরের নাম মামলায় আসা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “এ ধরনের পদক্ষেপ বিরক্তিকর এবং ভাবনার বিষয়।
এসআর
মন্তব্য করুন: