[email protected] বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

গার্মেন্টস ব্যবসায় প্রতারণার মামলায় অনন্ত জলিলের বিরুদ্ধে সমন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪ ৪:১০ এএম
আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ৪:১১ এএম

অনন্ত জলিল

গার্মেন্টস ব্যবসায় ওয়ার্ক অর্ডারের বিপরীতে বিল পরিশোধ না করার অভিযোগে প্রতারণার মামলায় চিত্রনায়ক অনন্ত জলিলের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন।

মামলার অন্য আসামিরা হলেন পলো কম্পোজিট নিট ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহানারা বেগম, এবং কোম্পানিতে বিভিন্ন পদে কর্মরত মো. শরীফ হোসেন, সাইকুল ইসলাম, মো. মিলন ও সাইদুল ইসলাম।

জানা গেছে, ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ব্যবসায়ী শাফিল নাওয়াজ চৌধুরী বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

বাদীর অভিযোগ, আসামিরা গার্মেন্টস অর্ডারের বিপরীতে প্রায় ২৯ হাজার ৩০০ ডলার বিল পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা করেননি।

বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ২৭ নভেম্বর পিবিআই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়ে আদালতে প্রতিবেদন জমা দেয়।

আর্জি অনুযায়ী, ২০২২ সালের ১৭ অক্টোবর অনন্ত জলিলের মালিকানাধীন পলো কম্পোজিট কোম্পানি বাদীর কাছ থেকে গার্মেন্টস সম্পর্কিত কাজের অর্ডার দেয়।

কাজ শেষ হওয়ার পর বাদী বিলের টাকা চাইলে আসামিরা এলসির মাধ্যমে পরিশোধের প্রতিশ্রুতি দেন এবং আরও অর্ডার দেন।

২০২৩ সালের মার্চ মাসে সব কাজ বুঝিয়ে দেওয়ার পরও বিল পরিশোধ হয়নি। একই বছরের ১৫ মার্চ মার্কেন্টাইল ব্যাংকে একটি এলসি করা হলেও কাগজপত্রে ত্রুটির কারণে টাকা উত্তোলন সম্ভব হয়নি।

বাদীর দাবি, চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন হলেও অনন্ত জলিলের প্রতিষ্ঠান বিলের অর্থ এখনও পরিশোধ করেনি। বিলের মোট পরিমাণ প্রায় ২৯ হাজার ৩০০ ডলার।

আদালত মামলাটি গুরুত্ব সহকারে আমলে নিয়ে আসামিদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর