[email protected] শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
৪ পৌষ ১৪৩২

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫ ১:৪১ এএম

ফাইল ছবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া, সহপাঠ্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (১৫ ডিসেম্বর) অধিদপ্তরের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহপাঠ্যক্রমিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্যে জানুয়ারি মাস থেকে সারা বছরব্যাপী এসব কার্যক্রম পরিচালনা করতে হবে।

নির্দেশনা অনুযায়ী ক্রীড়া প্রতিযোগিতার আওতায় থাকবে ফুটবল, ভলিবল, ক্রিকেট, দাবা ও দৌড়। সহপাঠ্য কার্যক্রমের মধ্যে থাকবে বাংলা ও ইংরেজিতে বক্তৃতা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কুইজ ও দেয়ালিকা তৈরি।

এছাড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত থাকবে কোরআন তিলাওয়াত, হামদ, নাত, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকগীতি, একক অভিনয়, নৃত্য এবং গ্রাফিতি অঙ্কন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব কার্যক্রম চারটি হাউজভিত্তিক পদ্ধতিতে নির্ধারিত ক্লাস রুটিনের সঙ্গে সমন্বয় করে পরিচালনা করতে হবে।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে সহপাঠ্যক্রমিক কার্যক্রম বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

এছাড়া বয়েজ স্কাউট, রোভার স্কাউট, গার্ল গাইডস, বিজ্ঞান ক্লাব, বিতর্ক ক্লাব, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ক্লাবসহ বিভিন্ন ক্লাব কার্যক্রম সক্রিয়ভাবে পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের একাডেমিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে সহপাঠ্যক্রমিক কার্যক্রমের একটি বার্ষিক ক্যালেন্ডার নির্ধারিত সময়ের মধ্যে প্রণয়ন করতে হবে।

এসব কার্যক্রম মনিটরিং করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর