মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আয়োজিত পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে নিবন্ধিত ছাত্রসংগঠনগুলোর আগে ছাত্রদলের নাম ঘোষণা করাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে দুই দফায় বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।
এ সময় শিক্ষার্থীদের ওপর হামলার উদ্দেশ্যে তেড়ে আসার অভিযোগ ওঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিভাগসমূহের পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থাপক নিবন্ধিত ছাত্রসংগঠনগুলোর নাম ঘোষণা করেন। তবে এ সময় নিবন্ধিত না হওয়া সত্ত্বেও প্রথম সংগঠন হিসেবে কুবি শাখা ছাত্রদলের নাম ঘোষণা করা হলে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা প্রতিবাদ জানান এবং এর ব্যাখ্যা জানতে চান।
আলোচনা চলাকালীনই ছাত্রদলের নেতাকর্মীরা এসে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে শিক্ষার্থীদের উদ্দেশে ‘রাজাকার’ ও ‘আওয়ামী দোসর’ স্লোগান দেন।
পরিস্থিতি উত্তপ্ত হলে শিক্ষার্থীরা উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তাদের শহীদ মিনারের বেদিতে উপস্থিত হওয়ার দাবি জানান। পরে উপাচার্যসহ প্রশাসনের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের বক্তব্য শোনেন।
শিক্ষার্থীরা জানান, হামলার আশঙ্কায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ সময় পুষ্পস্তবক অর্পণ কমিটির দায়িত্বে থাকা অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন দুঃখ প্রকাশ করেন।
পরে ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভর নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা পুনরায় শহীদ মিনারে এসে শিক্ষকদের অবরুদ্ধ করার অভিযোগ তুলে আবারও বাকবিতণ্ডায় জড়ান।
কুবি সায়েন্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফ ভুঁইয়া বলেন, “আমরা শুধু সিরিয়াল ভাঙা ও রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে রাজনৈতিক সংগঠনের নাম ঘোষণার ব্যাখ্যা চেয়েছি। কিন্তু আমাদের ওপর আক্রমণাত্মক আচরণ করা হয়েছে।”
বিএনসিসি কুবি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট শাহিন ইয়াসার বলেন, “সিকুয়েন্স মানা হলে এমন পরিস্থিতি হতো না।”
কুবি ডিবেটিং সোসাইটির সভাপতি সাদিয়া আফরিন বলেন, “রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে রাজনৈতিক সংগঠনের ফুল দেওয়া প্রশাসনিক ব্যর্থতা।”
ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “বিজয় দিবসে ফুল দেওয়ার অধিকার সবার আছে।
উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “বিষয়টি নিয়ে কমিটির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: