[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

নারী হেনস্তায় অভিযুক্ত শিক্ষককে রাঙ্গামাটি কলেজে বদলি ইস্যুতে শিবিরের স্মারকলিপি

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ৭:৩৬ পিএম

সংগৃহীত ছবি

রাঙ্গামাটি সরকারি  কলেজে ফেনী সরকারী কলেজ থেকে আসা এক শিক্ষকের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক ও রাঙ্গামাটি সরকারী কলেজ প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাঙামাটি সরকারি কলেজ শাখা।

সোমবার (১৫ ডিসেম্বর) এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়—শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও নৈতিক পরিবেশ নিশ্চিত করার স্থান। বিশেষ করে নারী শিক্ষার্থীদের সম্মান ও নিরাপত্তা রক্ষা করা কলেজ প্রশাসনের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব।

সম্প্রতি বিপ্লব কুমার শীল নামক এক শিক্ষক রাঙামাটি সরকারি কলেজে যোগদান করেন, যার বিরুদ্ধে পূর্ববর্তী কর্মস্থলে শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ, নারী শিক্ষার্থীদের হয়রানি, নারী সহকর্মীদের প্রতি অনৈতিক আচরণ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের একাধিক অভিযোগ ছিল বলে স্মারকলিপিতে দাবি করা হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, এসব অভিযোগের বিষয়ে পূর্ববর্তী কলেজ কর্তৃপক্ষ কর্তৃক তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং তদন্তে অভিযোগসমূহের সত্যতা পাওয়া যায়। তদন্ত চলাকালে একাধিক নারী শিক্ষার্থী ও নারী শিক্ষক লিখিত ও মৌখিকভাবে অভিযোগ প্রদান করেন। অথচ অভিযোগ প্রমাণিত হওয়া সত্ত্বেও কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে তাকে পদোন্নতি দিয়ে অন্য কলেজে বদলি করা হয়েছে, যা নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে কলেজ প্রশাসনের কাছে চারটি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে—পূর্ববর্তী তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে বিষয়টি কলেজের নথিতে অন্তর্ভুক্ত করা, নারী শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষের কাছে পুনরায় অবহিত করে দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ প্রেরণ এবং ক্যাম্পাসে যৌন হয়রানি ও অনৈতিক আচরণ প্রতিরোধে বিদ্যমান নীতিমালার কঠোর প্রয়োগ নিশ্চিত করা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি পার্বত্য জেলা শাখার জেলা সেক্রেটারি ইরফানুল হক, রাঙামাটি সরকারি কলেজ শাখার সভাপতি ইকবাল হোসেন, সেক্রেটারি শাহেদ আলম ইমন, সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, তারা কোনো ব্যক্তি বা রাজনৈতিক বিদ্বেষ থেকে নয়, বরং কলেজের শিক্ষার্থী সমাজ—বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যেই স্মারকলিপি প্রদান করেছেন।

তারা আশা প্রকাশ করেন, কলেজ প্রশাসন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর