[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপসহীন : ডাকসু ভিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫ ১:১৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক

কায়েম বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই। মহান মুক্তিযুদ্ধের বিনিময়ে আমরা যে স্বাধীন দেশ অর্জন করেছি, তা ধারণ করেই বাংলাদেশে রাজনীতি করতে হবে।

রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, বুদ্ধিজীবীরা জাতির পথপ্রদর্শক। ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে তারা জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়েছেন। মুক্তিযুদ্ধের সময়ও বুদ্ধিজীবীদের চিন্তা ও আদর্শের প্রভাবেই ছাত্র-জনতা স্বাধীনতার সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল।

তিনি আরও বলেন, পাকিস্তানি দখলদার বাহিনী পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে স্বাধীনতার অগ্রযাত্রা থামিয়ে দিতে চেয়েছিল। তবে সেই ষড়যন্ত্র সফল হয়নি; বাংলাদেশ শেষ পর্যন্ত স্বাধীনতা অর্জন করেছে।

ডাকসু ভিপি বলেন, বুদ্ধিজীবীদের আজাদি ও মুক্তির যে স্বপ্ন ছিল, তা ধরে রাখার দায়িত্ব পরবর্তী প্রজন্মের ছিল। কিন্তু বাস্তবে দেখা গেছে, কিছু বুদ্ধিজীবী ফ্যাসিবাদী শক্তির স্বার্থ রক্ষায় ভূমিকা পালন করেছেন এবং গুম, খুন ও নির্যাতনের মতো কর্মকাণ্ডকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন দিয়েছেন।

তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা হলো—বুদ্ধিজীবীরা দেশের মাটি ও মানুষের পক্ষে দাঁড়াবেন, রাষ্ট্রের অখণ্ডতা রক্ষা করবেন এবং ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নেবেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর