২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য ২০২৬ সালের পরীক্ষা ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সব শিক্ষা বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের এইচএসসি, সমমান এবং আলিম পরীক্ষা এনসিটিবি প্রস্তুতকৃত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালে যেসব পরীক্ষার্থী অনিয়মিত বা মানোন্নয়ন হিসেবে পরীক্ষায় অংশ নেবে, তাদের পরীক্ষাও ২০২৫ খ্রিষ্টাব্দের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
শিক্ষা বোর্ডগুলোকে এ নির্দেশনা বাস্তবায়নে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: