২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় দেশের ১৭টি কেন্দ্রের অধীনে ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষা বর্ধিত সময়ে নেওয়া হচ্ছে।
পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। ৯টা ৩০ মিনিটে কেন্দ্রের গেট বন্ধ হয়ে যাবে, তার পর কোনোভাবেই প্রবেশ করা যাবে না।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার ভর্তি পরীক্ষার সময় ১৫ মিনিট বাড়ানো হয়েছে। মোট পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা ১৫ মিনিট।
এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী প্রশ্ন থাকবে—
এ বছর সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট আসন: ১৩,০৫১টি
এমবিবিএস:
বিডিএস:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, ভর্তি পরীক্ষা ঘিরে ছড়িয়ে পড়া প্রশ্নফাঁসের গুজবে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। মন্ত্রণালয়ের দাবি,
এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই।
এসআর
মন্তব্য করুন: