[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

শান্তিচুক্তি’ ভেঙে আবারও ঢাকা কলেজ–আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫ ১২:৩২ পিএম

সংগৃহীত ছবি

মারামারি বন্ধ রাখা ও পারস্পরিক সৌহার্দ্য তৈরির উদ্দেশ্যে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এক মাস আগে একটি মৌখিক ‘শান্তিচুক্তি’ করেছিল।

কিন্তু সেই চুক্তির এক মাস না পেরোতেই আবারও সংঘর্ষে জড়িয়েছে প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নিতে শুরু করে।

নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, ল্যাবএইড হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করেছে—এমন অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত।

ওসি আরও জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে ফেরত পাঠানো হয়েছে। আইডিয়াল কলেজের অবস্থান কলাবাগান থানার অধীনে হওয়ায় সেখানকার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

নতুন করে সংঘর্ষের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা, তা এখনো স্পষ্ট হয়নি।

সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একদিকে তীব্র যানজট সৃষ্টি হয়, অন্যদিকে সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হয়।

এই সমস্যা সমাধানের অংশ হিসেবে গত ৯ নভেম্বর নিউমার্কেট থানা পুলিশের মধ্যস্থতায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মৌখিকভাবে ‘শান্তিচুক্তি’ করেছিল। তখন তারা প্রতিশ্রুতি দিয়েছিল, আর কোনো ধরনের মারামারিতে জড়াবে না। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর