[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

৫ কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫ ১:৪৯ পিএম

প্রস্তাবিত “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি” গঠনের উদ্যোগ এবং

এতে স্কুলিং মডেল যুক্ত করার পরিকল্পনার কারণে উচ্চমাধ্যমিক পর্যায়ের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে—এমন উদ্বেগ জানিয়ে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে পাঁচ সরকারি কলেজের শিক্ষার্থীরা।
রবিবার দুপুরের আগে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে পৌঁছায় এবং সড়ক অবরোধ করলে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা সকাল থেকেই নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ করে। তাদের দাবি— স্কুলিং মডেল কার্যকর হলে এসব কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণি বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হবে। তাই তারা এই কাঠামো বাতিল ও স্বতন্ত্র উচ্চমাধ্যমিক ব্যবস্থা বহাল রাখার দাবি জানায়।

অন্যদিকে সাত কলেজের শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে অগ্রগতি না হওয়ায় তারা আজও শিক্ষা ভবনের দিকে পদযাত্রা করবে। খসড়া অধ্যাদেশ প্রকাশের পরেও সিদ্ধান্তে বিলম্ব হওয়ায় প্রায় দেড় লাখ শিক্ষার্থী একাডেমিক পরিচয় নিয়ে অনিশ্চয়তায় রয়েছে বলে দাবি তাদের। অধ্যাদেশ না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় এর আগেই জানিয়েছিল যে সাত কলেজকে একীভূত করে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীলভাবে আচরণ করার আহ্বান জানানো হয়েছিল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর