[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

কমেছে আবেদনকারী সংখ্যা

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫ ১০:৪৭ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

এবার পরীক্ষাটি ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী বছরগুলোতে এ ইউনিটের পরীক্ষা আটটি বিভাগীয় শহরে নেওয়া হত।

এ বছর আবেদনকারীর সংখ্যা কমেছে বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে। ব্যবসায় শিক্ষা ইউনিটে এবার আবেদন করেছেন ৩৪ হাজার ৬২ জন শিক্ষার্থী, যেখানে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন ৩৩ জন।

গত বছরে আবেদন করেছিলেন ৪০ হাজার ৯৭৩ জন এবং আসনপ্রতি প্রতিযোগীর সংখ্যা ছিল ৩৯।

এ ইউনিটে মোট আসন সংখ্যা ১,০৫০টি। এর মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার জন্য ৯৫টি এবং মানবিক শাখার জন্য ২৫টি আসন বরাদ্দ রয়েছে।

প্রবেশপত্রে দেওয়া নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের সঙ্গে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিক রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি রাখতে হবে।

প্রশ্নপত্র ও উত্তরপত্রে কেবল কালো কালির বলপেন ব্যবহার করতে হবে এবং পেন্সিল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

এ ছাড়া পরীক্ষার হলে ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইসসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা নিষিদ্ধ করা হয়েছে।

পরীক্ষা চলাকালে কারও কাছে এসব ডিভাইস পাওয়া গেলে তার পরীক্ষার আবেদন বাতিল করা হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর