[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

রাবিপ্রবি উপাচার্যের সাথে রাবিপ্রবিসাসের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫ ১০:১১ পিএম

সংগৃহীত ছবি

রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করেছেন রাবিপ্রবি সাংবাদিক সমিতির (রাবিপ্রবিসাস) নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ২.৩০ ঘটিকায় উপাচার্যের অফিস কক্ষে সাংবাদিক সমিতির সদস্যরা উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর সাংবাদিক সমিতির কার্যক্রম নিয়ে উপাচার্যের সাথে আলোচনা করেন তারা।

এসময় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান সাংবাদিক সমিতির সদস্যদের নানান দিক-নির্দেশনামূলক কথা বলেন।

নবগঠিত কমিটির সভাপতি মোঃ আয়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক সঞ্চিতা চক্রবর্তীর নেতৃত্বে উপস্থিত ছিলেন রাবিপ্রবি সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক আদিত্য চৌধুরী, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক ফাইরুজ মেহেদী, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক অর্ণব ঘাগ্রা,প্রচার ও প্রকাশনা সম্পাদক আমাতুল্লাহ ফারাবী ঈশা, নির্বাহী সদস্য রুথিনা বেসরা ও মিজানুর রহমান।

প্রসঙ্গত, সোমবার (১৭ নভেম্বর) রাবিপ্রবি সাংবাদিক সমিতির ৮ সদস্য বিশিষ্ট ২য় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর