[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

একাদশ শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়ল ২৩ নভেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ৬:৫৪ পিএম

২০২৫–২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া

শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন আগামী ২৩ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত সম্পন্ন করতে পারবেন।

সোমবার (১৭ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য কলেজ লগইন প্যানেল ব্যবহার করে অনলাইনে পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে সতর্কভাবে উল্লেখ করা হয়েছে, সময়সীমার মধ্যে সব রেজিস্ট্রেশন সম্পন্ন করা বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের পরে রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে, যে কোনো জটিলতার দায় কলেজ বা শিক্ষার্থীকে নিতে হবে।

উল্লেখ্য, চলতি বছরের একাদশে ভর্তির জন্য চার ধাপে আবেদন নেওয়া হয়েছিল। এতে মোট ১০,৬৬,১৬৩ জন শিক্ষার্থী আবেদন করে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত শিক্ষার্থীরা ৭–১৪ সেপ্টেম্বর ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন এবং তাদের ক্লাস ১৫ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর