[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

জকসু ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবি প্রকাশে শিবিরের আপত্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ ১১:৫৯ পিএম

সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫-এর চূড়ান্ত ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবি প্রকাশের বিষয়ে আপত্তি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবির শাখা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সংগঠনটির সভাপতি রিয়াজুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের কাছে এক স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে তারা নারী শিক্ষার্থীদের গোপনীয়তা রক্ষায় ভোটার তালিকায় তাদের ছবি প্রকাশ সীমিত করার দাবি জানান।

স্মারকলিপিতে বলা হয়, গত ১২ নভেম্বর প্রকাশিত জকসু নির্বাচন–২০২৫-এর চূড়ান্ত ভোটার তালিকায় হিজাব ও নিকাব পরিহিত নারী শিক্ষার্থীদের ছবিও প্রকাশ করা হয়েছে, যা অনেক শিক্ষার্থীর মধ্যে অস্বস্তি ও উদ্বেগের সৃষ্টি করেছে।

সংগঠনটি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তালিকা থেকে নারী শিক্ষার্থীদের ছবি অপসারণ বা সীমিত প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

এদিকে ভোটার তালিকায় ছবি প্রকাশের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের একদল নারী শিক্ষার্থী। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নারী শিক্ষার্থীদের ছবি সরিয়ে ফেলার দাবি জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর