[email protected] সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৫ কার্তিক ১৪৩২

৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১:০৩ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশ করেছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল।

এতে উত্তীর্ণ হয়েছেন মোট ১০ হাজার ৬৪৪ প্রার্থী।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে পিএসসি এ তথ্য জানিয়েছে। এর আগে গত ১৯ সেপ্টেম্বর দেশের আটটি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে এই এমসিকিউ পরীক্ষা। এতে অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজারের বেশি প্রার্থী।

২০২৪ সালের ২৮ নভেম্বর পিএসসি প্রকাশ করে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি। এতে ৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদসহ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

ফল প্রকাশের মধ্য দিয়ে উত্তীর্ণ প্রার্থীরা এখন লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর